ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় অটো চালক নিহত
  • দিনাজপুর প্রতিনিধি
  • ২০২১-১০-১০ ১৩:২৬:৪৮
ফাইল ছবি

দিনাজপুরে একটি বালুবাহী ট্রাক্টোরের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শাহীনুর রহমান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত  ও অটো রিকশায় থাকা আরোও দুই মহিলা যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার দুপুর ১টার সময় দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুর পৌর শহরের শেরশাহ বটতলী মোড়ে  এই সড়ক দূর্ঘটনা ঘটে। 

নিহত শাহীনুর রহমান দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকার পাড়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। এঘটনায় আহত হয়েছেন ইজিবাইকে থাকা দুইজন মহিলা যাত্রী। তারা চিকিৎসাধীন আছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বালুবাহী একটি ট্রাক্টোর দিনাজপুর টার্মিনালের দিক থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে আসছিলো।  একই সময় বিপরীত দিক থেকে (বটতলী থেকে মোড় থেকে দিনাজপুর টার্মিনাল) ইজিবাইকে যাত্রী নিয়ে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন শাহীনুর ইসলাম। এসময় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রন হারালে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রী দু’জনই রাস্তার বাম পাশে ছিটকে পড়ে। মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহীনুরের।

দিনাজপুর  কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ সড়ক দূর্ঘটনায় অটো চালকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন । এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন । 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী