ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা : শিল্পমন্ত্রী
  • মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • ২০২১-১০-১০ ১৩:১৩:৩৪
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বক্তব্য রাখছেন

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তেমনি জননেত্রী শেখ হাসিনা ও তৃণমূলের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। ৭৫ এর কালো রাত্রির পরে এদেশের পাকিস্তানি দোসররা মেলেটারি শাসনের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে। আওয়ামীলীগ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। 

গত শনিবার সকালে মনোহরদী উপজেলা হলরুমে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবি প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ থেকে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা সব সময়ই জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনা কালীল সময়ে জনপ্রতিনিধিরা ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ জনগণের পাশে ছিলো।
এর আগে শুকুন্দী ইউনিয়নের শেখের বাজার- বাজিতপুর সড়কের সাভারদিয়া মোড়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে একটি গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম,  প্যানেল চেয়ারম্যান ইসরাত জাহান তামান্না, সদস্য আব্দুস সামাদ মোল্লা যাদু, মাহমুদ জাহান লিটু প্রমুখ। জেলা পরিষদের অর্থায়নে দশ লক্ষ টাকা ব্যয়ে এই গেট নির্মান করা হবে। 

নীলফামারীতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
 পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা: বরিশাল রেঞ্জের ডিআইজি
রেলওয়ের জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ