ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর তৃতীয় ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্মেলনে উদ্বোধন করেন। সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস কামালউদ্দিন আহমেদ, রিজওয়ান-উর রহমান এবং মাহবুব জামিল বক্তব্য রাখেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম রহমান এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুন কুমার সাহা সম্মেলনে উপস্থিত ছিলেন।
কোভিড মহামারি মধ্যেও কোম্পানীর প্রিমিয়াম ৩য় প্রান্তিক পর্যন্ত অর্জনযোগ্য আনুপাতিক বার্ষিক লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ অর্জিত হওয়ায় চেয়ারম্যান মাহবুবুর রহমান শুকরিয়া আদায় করেন। তিনি কোম্পানির ভাবমূর্তি ও সুনাম রক্ষার স্বার্থে নিয়ম-নীতি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
মাহবুবুর রহমান বলেন, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ৩৪ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমাখাতে একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানির অর্ধবার্ষিক আনুপাতিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদেরকে তিনি অভিনন্দন জানান।
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা বিভাগীয় প্রধান শহীদ-ই-মনজুর মোর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার ইনচার্জ মো. শফিউল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও দাবী বিভাগের প্রধান এম. গোলাম হাফেজ এবং কোম্পানীর অন্যান্য নির্বাহী কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।