ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নিখোঁজ স্বামীর সন্ধান চায় নাজমা
  • পটুয়াখালী প্রতিনিধি
  • ২০২১-১০-০৯ ১৪:২০:৫৩
পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাজমা সুলতানা

নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেনের (৪১)  সন্ধান ও তার সু-চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী মোসাঃ নাজমা সুলতানা।

আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমা সুলতানা জানান, তার স্বামী মোঃ আনোয়ার হোসেন কুমিল্লা জেলা পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় গত ২৬ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। ডায়েরি নং-৬৫৯/২১, তারিখ-১২-০৯-২১ইং। এর আগে আনোয়ার হেসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় কর্মরত অবস্থায় গত ২৭-০৫-২০২০ তারিখে করোনা সংক্রমনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। করোনা মুক্ত হলেও পরবর্তীতে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তখন তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কাছে থানার পরিবর্তে পুলিশ লাইন কিংবা পুলিশ কন্ট্রোল রুমে বদলীর আবেদন করেন। তাকে বরিশাল থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বদলী করা হয়। পরে আনোয়ার হোসেন পুলিশ কমিশনারের কাছে শারীরিক ও মানসিক সমস্যার কথা বিবেচনা করার জন্য অনুরোধ জানালে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানায়  কুমিল্লা জেলায় বদলী করা হয়। এতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং গত ২৬ অগস্ট থেকে নিখোঁজ হন। 

এ সংবাদ সম্মেলনে নাজমা সুলতানার সাথে ছিলেন নাজমার ভাই মো. সোহাগ সিকদার, ননদ মোসাঃ মৌসুমী, নিকট আত্মীয় মোঃ বাইাজদ, মোঃ সুজন, মোঃ মনির, মাসুম, ইব্রাহিম, রাসেদসহ অন্যান্য স্বজনরা।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী থানায় দায়ের করা জিডি’র তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজ জানান, জিডির পর এসআই আনোয়ারকে ২১ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা এলাকার এক মসজিদে তাবলীগ টিম থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা পুলিশ লাইনে হস্তান্তর করা হয়। সেখান থেকে আনোয়ার হোসেন পালিয়েছে বলে শুনেছি। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী