সন্দেহভাজন ভারত বিরোধী জঙ্গি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার দুই শিক্ষককে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানায়, এঞ্চলে এক সপ্তাহের কম সময়ে সাতজন নিহত হয়েছে। খবর আনন্দবাজার
আগস্ট ২০১৯ সাল থেকে নয়াদিল্লি তার আধা-স্বায়ত্তশাসন বাতিল করে সমস্ত ভারতীয়কে কাশ্মীরে জমি কেনার অনুমতি দেয়ার পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বন্দুকধারীরা প্রধান শহর শ্রীনগরের ঈদগাহ এলাকার একটি সরকারি বিদ্যালয়ে প্রবেশ করে প্রিন্সিপালসহ দুই শিক্ষককে সেখানে হত্যা করে। এ সময় কোনো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না।
অপেক্ষাকৃত নতুন বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) একজন বিশিষ্ট ফার্মাসিস্টসহ তিন বেসামরিক নাগরিককে হত্যা করার দুদিন পর ঘটনাটি ঘটলো।
কর্মকর্তারা বলেন, ভারতপন্থী রাজনৈতিক দলের কর্মীসহ ২৫ জন এ বছর এখন পর্যন্ত সন্দেহভাজন বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে।
সম্প্রতি নয়াদিলি কর্তৃক একজন লেফটেন্যান্ট গভর্নরের নেতৃত্বে নিযুক্ত স্থানীয় সরকারের জারি করা নির্দেশের প্রেক্ষিতে কয়েক হাজার শিক্ষক ভারতীয় পতাকার চারপাশে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গিত গাওয়ার এক অনুষ্ঠান আয়োজন করে। এটাকে অনেকেই এই অঞ্চলে গভীরের থাকা ভারতবিরোধী অনুভূতির শিকড় উৎপাটনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।