ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
পটুয়াখালীতে আগুনে ১০০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
  • পটুয়াখালী প্রতিনিধি
  • ২০২১-১০-০৭ ০৮:৪৯:০৯

পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০ দোকান ভস্মীভূত। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টার প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন।

গতকাল বুধবার রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ঘন্টা পর পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট এবং কলাপাড়া উপজেলা,বরিশাল বাকেরগঞ্জ এবং মির্জাগঞ্জ উপজেলা থেকে মোট ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। নিয়ন্ত্রনে আশার আগে আগুনের লিলেহিন শিখা মুদি মনোহারী, চালের আরৎ,রংয়ের দোকান  সহ অনেক ব্যাবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে গেছে।
এদিকে  পটুয়াখালী পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ ঘটনা পরিদর্শন করেছেন। আগুনের সুত্রপাতের সঠিক কারন এখনও জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্থরা জানায় , ফায়ার সার্ভিসের বিলম্বরের কারনে ক্ষতির পরিমান বেশি হয়েছে।

নীলফামারীতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
 পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা: বরিশাল রেঞ্জের ডিআইজি
রেলওয়ের জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ