ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৬-২৫ ০১:৩৫:০২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দড়ি সহস্রাইল গ্রামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- দড়ি সহস্রাইল গ্রামের ইউনুছ মোল্যার ছেলে রাকিব মোল্যা (২৫) ও তার স্ত্রী ইভা বেগম (২১)।

নিহত রাকিব মোল্যা জাহাজে চাকরি করতো। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে তিনি গ্রামে ফিরে রাজমিস্ত্রীর কাজ শুরু করে। তিন বছর আগে বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম ইকরাম মৃধার মেয়ে ইভার সাথে তার বিয়ে হয়।

শেখর ইউপি চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা বলেন, তাদের দাম্পত্য জীবনে কোনও সন্তানাদি না থাকায় কিছুটা হতাশা ছিলো। দু’জনের এই সংসারে বিভিন্ন সময় কলহ লেগে থাকতো। একারণে তারা আত্মহত্যা করতে পারে বলে তার ধারণা।

আলফাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, বুধবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশিরা তাদের ঘড়ের আড়ার সাথে ঝুলতে দেখে উদ্ধার করে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দিনাজপুরে নিরাপদ বিষমুক্ত বারোবাসি ড্রাগন ফল পাওয়ার  দৃষ্টান্ত স্থাপন করেছেন রতন কুমার
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে খিরার আবাদ
চিরিরবন্দরে গীষ্মকালিন পেঁয়াজের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা
সর্বশেষ সংবাদ