দেড় যুগ পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ব্রিজ
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
-
২০২১-১০-০৪ ১০:৪৯:৩৩
- Print
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চন্দ্রখানা বালাটারী আবাসন নির্মাণের দেড় যুগ পেরিয়ে গেলেও আবাসনবাসীসহ আশপাশের ৩ টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিতে নির্মাণ হয়নি ব্রিজ। নড়বড়ে ঝুঁকিপূর্ণ কাঠের সঁাকো দিয়ে পারাপার হচ্ছে মানুষ, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত ব্রিজ নির্মাণের দাবি আবাসন ও এলাকাবাসীর।
সরেজমিনে দেখাগেছে, উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে ফুলসাগর লেকের দক্ষিণ পাড় ঘেঁষেই দেড় যুগ আগে গরীব অসহায় মানুষের জন্য চন্দ্রখানা বালাটারী আবাসন নির্মাণ হলেও চলাচলের জন্য নির্মাণ হয়নি একটি ব্রিজ। আবাসনের ১৮০ ঘর বাসিন্দাসহ আশপাশের ৩ টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষের পারাপারের জন্য পাকা সংযোগ সড়ক থেকে নালার উপর ৬০ মিটার দৈঘের জরাজীর্ণ কাঠের সঁাকোটির বিভিন্ন অংশ ভেঙে গেলেও ঝুঁকি নিয়ে নড়বড়ে সঁাকো দিয়েই পারাপার হচ্ছে নারী, শিশু বৃদ্ধসহ অনেকেই। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।দৈনন্দিন জীবন-জীবিকার প্রয়োজনে এ অঞ্চলের মানুষের কাছে গুরত্বপূর্ণ হওয়ায় কাঠের সঁাকোর পরিবর্তে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি আবাসনবাসী ও এলাকাবাসী।
আবাসনবাসী খবির উদ্দিন, জোসনা বেগম ও বীরমুক্তিযোদ্ধা জহির আলী জানান, আবাসন নির্মাণের প্রায় দেড় যুগ পার হয়ে গেলেও আবাসনবাসীসহ তিন গ্রামের ১০ হাজারের বেশী মানুষ চলাচলের একমাত্র রাস্তাটিতে আজ পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ হয়নি। একটি কাঠের সঁাকো আছে যা দিয়ে আমরা যাতায়াত করি সেটি প্রায় ভেঙে পড়ে। এখান দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়, আমরা নিজেরাও শিকার হই। সরকারের কাছে আকুল আবেদন আমাদের এখানে একটি ব্রিজ দেয়ার।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন জানান, চন্দ্রখানা বালাটারী আবাসনবাসীসহ ওই এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি ব্রিজ নির্মাণের আবেদন করেছি। এছাড়া মাননীয় সংসদ সদস্যের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য।
উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, কাঠের সাঁকোটি সংস্কার করা হবে এবং ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ হলেই ব্রিজ নির্মাণ করা হবে।