প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানবিষয়ক সংবাদ সম্মেলন আজ সোমবার। করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী গণভবন থেকে বিকাল ৪টায় ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি গণভবনের সঙ্গে সংযুক্ত থাকবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সফরের বিস্তারিত তুলে ধরবেন।