ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রায়পুরায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ৫৩ টি
  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ
  • ২০২১-১০-০২ ২৩:২৭:৫৯

চলতি বছরের ১১ নভেম্বর ২০২১ইং ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এই মর্মে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নামের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। এ তালিকায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদের নাম ঘোষনা করা হয়। ইউনিয়নগুলো হলো উপজেলার শ্রীনগর, বাঁশগাড়ি, চরসুবুদ্ধি, চরমধুয়া, হাইরমারা, মির্জানগর, মির্জরচর, নিল্যা, আমিরগঞ্জ ও পাড়াতলী।

পরবর্তি ধাপে বাকি ১৪টি ইউনিয়নে নির্বাচন হবে বলে ধারনা করছে উপজেলার বাসিন্দারা। উল্লেখিত ১০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা শুক্রবার সারাদিনে রায়পুরা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং শনিবার তা নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দাখিল করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন সাংবাদিকদের বলেন, রায়পুরা উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষে শুক্রবার সারাদিনে উপজেলা আ.লীগের কার্যালয় থেকে ৫৩ টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এবং শনিবার সারাদিনে ৫৩ জনের মনোনয়ন পত্র হাতে পেয়েছি। এই ৫৩টি মনোনয়নই নরসিংদী জেলায় প্রেরণ করা হবে আবার সেখান থেকে তারা এটি কেন্দ্র পাঠাবে তারপর কেন্দ্র তাদের যাচাই বাচাই করে নৌকার যোগ্য প্রার্থী ঘোষনা করবে। শেষে তিনি সকলকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান এবং একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপ্রতি  
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, যুগ্নসাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ,  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধূরী, নরসিংদী জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র সাহা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে