ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পাকিস্তানে মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে পঙ্গপাল
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৬-২৩ ০২:৪১:৪৭

পঙ্গপাল দমনে এবার অভিনব পন্থা বের করলো পাকিস্তান সরকার। সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে পোকার আক্রমণ ঠেকাতে কৃষকদের দিয়েই পঙ্গপাল সংগ্রহ করা হচ্ছে। যেগুলো পরে ব্যবহৃত হচ্ছে মুরগির খাদ্য হিসেবে। এতে ফলাফলও মিলেছে বেশ।

২৫ বছরেরও বেশি আগে পাকিস্তানে প্রথম হানা দেয় পঙ্গপাল। এরপর বেশ কয়েকবার পোকার আক্রমণে বড় ক্ষতির মুখোমুখি হয় দেশটি। এবারও পঙ্গপালের আক্রমণে হাজার হাজার একর জমির শস্য নষ্ট হয়েছে।

২০১৯ সালেও বড় আকারে পঙ্গপাল আক্রমণ করে পাকিস্তানে। টিয়ারগ্যাস, আগুন, সাইরেন এমনকি ড্রোন দিয়ে পোকানাশক ছিটিয়েও নির্মূল করা যাচ্ছিল না এসব খাদক পোকা। বাধ্য হয়ে চলতি বছরের শুরুতে আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় ইমরান খানের সরকার।

অবশেষে কিছুটা হলেও সমাধান মিলছে, মুরগির খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে পঙ্গপাল। প্রশিক্ষিত কৃষকরা এবার বস্তাভর্তি পঙ্গপাল বিক্রি করছে। প্রতি কেজি ২০ পাকিস্তানি রুপি মূল্যে পোকা কিনে নিচ্ছে প্রাদেশিক সরকার। ফলাফলও মিলেছে, পঙ্গপালের দৌরাত্ম্য অনেকাংশেই কমেছে।

পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া প্রকল্পটি প্রদেশের অনেক এলাকাতেই সফলতার মুখ দেখেছে। যদিও আর্থিক সঙ্কটে প্রকল্পটি বন্ধ হওয়ার পথে। এরপরও কর্মকর্তাদের আশা, শিগগিরই কেন্দ্র থেকে আসবে তহবিল। পাঞ্জাবের পাশাপাশি অন্যান্য প্রদেশেও চালু করা যাবে প্রকল্পটি।

 

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা