ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে গণটিকা কার্যক্রম
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-০৯-২৮ ০৩:০০:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়ও করোনা প্রতিরোধে দিনব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল থেকে জেলার ১১০টি কেন্দ্রের ৩০৬টি বুথে এই টিকা কার্যক্রম চলছে। সকাল থেকেই সরকার নির্ধারিত বয়সী নারী-পুরুষ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করেন। সবকটি বুথেই টিকা নিতে আগ্রাহীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদিকে কর্মসূচীর শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা দান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় তিনি সুষ্ঠু পরিবেশে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে কেন্দ্র প্রধানদের বিভিন্ন  দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ উপস্থিত ছিলেন।

বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন