ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মেষতলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-০৯-২৭ ০৩:০২:৪৫

কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামে “সিরাজ উদ্দিন মজুমদার এন্ড সিরাজুন্নেছা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের (এস এন্ড এস মেমোরিয়াল ফাউন্ডেশন) উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। 

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আবু রশীদ মজুমদারের সভাপতিত্তে উক্ত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাহফুজ আলম। ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ,ঢাকা এর মেডিক্যাল ক্যাম্প কোর্ডিনেটর এডঃ  সাজ্জাদ সারোয়ারের তত্তাবধানে ডাঃ মোহাম্মদ ইলিয়াস, ডাঃ তারেক ইমন, ডাঃ হাসান , ডাঃ শাহেদ, ডাঃঅমি , ডাঃ হিমু, ডাঃ সীমান্ত, মুক্তা, জেরিনসহ বিশষজ্ঞ চিকিতসকগন চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা  দেয়ার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন পরীক্ষাসেবা যেমন -ইসিজি, ব্লাড সুগার, ইউরিন, আলট্রাসনোগ্রাম ও ফিজিওথেরাপি দেয়া হয়। জনাব মাঈনুদ্দীনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্যাম্পের আহবায়ক জনাব এ এম আর মজুমদার লিটন। দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের সার্বিক তত্তাবধানে ছিলেন জনাব আবুল হাসেম, আমিনুল ইসলাম মজুমদার আকুল , সালাহ উদ্দিন মজুমদার, রফি উদ্দিন মজুমদারসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ। ফাউন্ডেশনের চেয়ারম্যন জনাব এ এস এম আবু সায়েম মজুমদার সুমন ক্যাম্প সফলভাবে বাস্তবায়নের জন্য মোক্তাদ, কামাল, মাসুম, মামুন, নুরুল, জাফর, মনির, হিমেল, রিয়াজসহ ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আহম্মেদ হাজারী। 

উল্লেখ্য যে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সিরাজ উদ্দিন মজুমদার ও তাঁর সহধর্মীনি জনাবা সিরাজুন্নেছা বেগমের স্মৃতি স্মরণে ২০২০ সালের শুরুতে এই ফাউন্ডেশনটি ঘটিত হয়। করোনা মহামারীর শুরুতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণ, রোযা ও দুই ঈদে দুস্থদের মাঝে ইফতার ও নগদ সহায়তা প্রদান, এলাকায় এতিমদের খাবার ও কাপড়ের ব্যবস্থা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সকল প্রকার সুবিধা, গরীব ও অসহায়দের চিকিৎসাসেবা ও নগদ অর্থ সহায়তা সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডের সহিত এই ফাউন্ডেশন জড়িত।

বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন