ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-০৯-২০ ০৭:৩৭:১৬

করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্লান্টটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনকালে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেনারেল হাসপাতালের তত্বাবধায় মোঃ ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিমসহ জেলা স্বাস্থ্য কিমিটি নেতৃবৃন্দ ও চিকিৎসকগন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এই সিস্টেমের ফলে একসাথে ২৫০ জন ব্যক্তিকে অক্সিজেন সেবার আওতায় আনা যাবে। সে সাথে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজলের মাধ্যমে অক্সিজেন সেবা। লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরো একধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে।

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ