ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টয়লেটের বেহাল দশা
  • বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • ২০২১-০৯-২০ ০০:২০:০৯

গত মঙ্গলবার  সকাল ১১ঃ৩০ মিনিটে সরজমিন গিয়ে দেখা যায়, বরুড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার, বর্তমানে পুরুষ ও মহিলা ওয়ার্ডের টয়লেট একে বারে নাজুক অবস্থা। তাৎক্ষণিকভাবে বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত  মহিলা নার্স- কে অবহিত করা হয়, দুঃখের বিষয় ঐ মহিলা নার্স এই সম্পর্কে কোন সু-নির্দিষ্ট উত্তর দিতে পারেননি, পরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা কে অবহিত করতে গেলে খোজ নিয়ে জানা যায় ওনি কাজে চাঁদপুর গেছে, ঐ অবস্থায় বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত মেডিকেল অফিসার  ডাঃ নির্ঝর ভৌমিক-এর সাথে কথা হয়, উনি এই ব্যাপারে এদিক সেদিক কথা বলে পাশ কাটিয়ে যায় ঐ সময় ডাঃ নির্ঝর ভৌমিকের সাথে ঐ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত আরো কয়েকজন মেডিকেল অফিসার ছিলেন। ওনাদের কথা শুনে মনে হয় এই বিষয়ে যেন দেখা'র কেউ নেই। এই বিষয়ে  বরুড়া উপজেলার মাননীয় সংবাদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর নজরুল, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম এর সু- দৃষ্টি কামনা করছে বরুড়া বাসী।

ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত