ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
নবনিয়োগপ্রাপ্ত বিসিএস আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত
  • নিজস্ব প্রতিবেদক (গাজীপুর):
  • ২০২১-০৯-১৯ ০৫:২১:০৮

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে গতকাল রোববার সকাল নয়টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিয়োগপ্রাপ্ত ৩৭ তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। অনান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট, মো:মাহবুবুল ইসলাম, উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সদর দপ্তর ও একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নব নিয়োগপ্রাপ্ত মোট ৭ জন বিসিএস(আনসার) কর্মকর্তা দীর্ঘ ১৫ মাস মেয়াদের মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে সমাপণী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথির সাথে একাডেমিক কমাডেন্ট ও প্যারেড কমান্ডার উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ সাত সরিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন প্রধান করেন। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল চালিকাশক্তি হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহব্বান জানান। এছাড়াও জননিরাপত্তা বিধানের মহান দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক নির্ভরযোগ্য সুশৃঙ্খল বহিনী হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উপদেশ প্রধান করেন। পরে প্রধান অতিথি তিনজন কৃতি প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে পুরষ্কার বিতরণ করেন।সহকারী পরিচালক নাজমুছ সালেহীন নূর শ্রেষ্ঠ ড্রিল, সহকারি পরিচালক মো.সুজন মিয়া শ্রেষ্ঠ ফায়ারার এবং সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে এ পুরষ্কার অর্জন করেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা