গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৩২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব -১৩ ।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর র্যাব -১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক ফ্লাইড লেফটেন্যান্ড মাহমুদ বশির আহমেদ ।
আটক মাদক কারবারী লিমন ইসলাম (১৯) নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া চেয়ারম্যান পাড়ার ইনসান আলীর ছেলে । মোসাব্বির হোসেন (১৮) নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ।
দিনাজপুর র্যাব -১৩ জানান , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পূর্ব নারায়নপুর গ্রামের রাস্তায় দিনাজপুর র্যাব -১৩ একটি চেক পোষ্ট স্থাপন করে তল্লাসী কার্যক্রম চালায় । এ সময় মাদক পরিবহনকারী একটি পিকআপ ভ্যান তল্লাসী চালিয়ে পিকআপ ভ্যানে বসে থাকায় দুই মাদক কারবারীর ব্যবহৃত পায়ের জোতার সোল কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩২ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন তিনি।