ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে সিতাকুণ্ডে
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-০৯-১৫ ২৩:১৬:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে আবারও তিনটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে ডলফিনগুলো দেখতে পেয়ে বন বিভাগে খবর পাঠায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপকূলে ডলফিন তিনটি ভেসে আসে। বুধবার দুপুরের পর থেকে মৃত ডলফিনের শরীর পঁচে যাওয়ার গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। মৃত ডলফিনগুলোকে দ্রুত মাটিচাপা দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ডলফিনগুলো মারা যাওয়ার পর জোয়ারের পানিতে সাগরের কূলে ভেসে এসেছে বলে জানায় বন বিভাগ।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ডলফিন দেশে আসার বিষয়টি তারা জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। কাল (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে। কেন ডলফিন গুলো মারা যাচ্ছে তা কেউ বলতে পারছে না।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ