ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
দ্রুত করোনার টিকা পাবে বাংলাদেশ, ভারতীয় হাইকমিশনার
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-০৯-০৮ ০৬:৪৩:৪৯

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনার টিকার উৎপাদন বেড়েছে। আশা করছি যেভাবে অক্সিজেন রপ্তানি শুরু হয়েছে, তেমনি টিকা রপ্তানিও দ্রুতই শুরু হবে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান হাইকমিশনার।

দোরাইস্বামী বলেন, করোনা পরিস্থিতির ওপর ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে। করোনার কারণে অনেক দেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে ট্যুরিস্ট ছাড়া অন্যসব ভিসাই চালু রয়েছে। গত চার মাসে দুইদেশের বাণিজ্য বেড়েছে। এই সময়ে রেলপথে আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।

এ সময় চেকপোস্টে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ