ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নবীনগরের গোসাইপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-০৯-০৭ ০৯:১৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রন্তিক পর্যায়ের জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার গোসাইপুর বাজারের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম। ইসলামী ব্যাংকের নবীনগর শাখার ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, হ্যারিটেজ এ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল বাকী, বড়াইল ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, নবীনগর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নাজমুল হক, বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আফজল হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কাজী মলাই সরকার ও ব্যবসায়ী নাজমুল হক প্রমুখ। রাইয়ান ট্রেডিং ইন্টারন্যাশনালের উদ্যোগে বাজারের হাতেম আলী মার্কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি খোলা হয়েছে। এটি ইসলামী ব্যাংকের নবীনগর শাখা থেকে পরিচালিত হবে। এতে সব ধরনের ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।
সবজির স্বস্তি ম্লান চাল-মুরগিতে
বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট: ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট: ২৬ ডিসেম্বর ২০২৪