ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২১-০৯-০৪ ০১:০০:০৫
অতিবৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। চর ও নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী চর ও দ্বীপচরের অন্তত ৮০হাজার মানুষের ঘরবাড়িতে পানি উঠায় তারা দুর্ভোগের শিকার। জানা গেছে, কুড়িগ্রামের নয়টি উপজেলার ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার, গঙ্গাধর নদীর ২৩০টি চর-দ্বীপচর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ৮০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরের ভেতর বন্যার পানি ঢুকে পড়ায় অনেক পানিবন্দি মানুষ ঘর-বাড়ি ছেড়ে আসবাবপত্র ও গরু-ছাগল নিয়ে আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, সরকারি রাস্তা ও উঁচু স্থানে। বিছিন্ন হয়ে পড়েছে চর ও দ্বীপচরের আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বয়স্ক ও নারীদের জন্য ল্যাট্রিন সমস্যা প্রকট হয়েছে। তৃণভূমি তলিয়ে যাওয়ায় গবাদিপশুর তীব্র খাদ্র সংকট দেখা দিয়েছে। নিম্নবিত্তরা এক বেলা খেয়ে আরেক বেলা থাকছে অনাহারে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫০সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ২৭সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপত্রি নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ১সেন্টিমিটার নীচে অবস্থান করছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখন পর্যন্ত প্রায় ১০হাজার হেক্টর জমির আমন ক্ষেত ও ৮৫হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে আছে। পানি দ্রুত নেমে গেলে কিছু ফসল রক্ষা পেতে পারে। বন্যা কবলিত ব্যাক্তিরা জানান, বন্যা এতো দীর্ঘ হবে সেটা কল্পনাও করতে পারিনি। পানি সামান্য কমার পরও আবারও বৃদ্ধি পায়। কাজকর্ম নেই। ঘরে খাবার নেই। বউ, বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে আছি। কোন ত্রাণ পাইনি। ত্রাণ না পেলে আর বাঁচার উপায় থাকবে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় আশা করছি আগামী ২৪ঘন্টার মধ্যে ধরলা ও তিস্তার পানি কমতে শুরু করবে। তবে ব্রহ্মপুত্রের পানি বর্তমানে স্থিতিশীল অবস্থায় থাকলেও আরো দুইদিন পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ