নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।
মৃত ৩৯ জনের বয়স:
০ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ১২ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ১২ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৪ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।
মারা গেছেন: ১ হাজার ৪৬৪ জন।
মোট সুস্থ: ৪৫ হাজার ৭৭ জন।
মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ১২ হাজার ১৬৪টি।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৯ লাখ ২৩ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৭ লাখ ৪৩ হাজার ৯২২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৬৬ হাজার ৯০১ জনের। বাকি ৩৬ লাখ ৫৮ হাজার ৪৯৮ জন মৃদু এবং ৫৪ হাজার ৫১০ জন মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।