ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
ভারত থেকে চাল আমদানি শুরু
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-২৪ ০৭:৩২:৪৬

দিনাজপুর হিলি সীমান্ত দিয়ে দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধের পর আবারো কম শুল্কে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ভারত থেকে চাল বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু। হিলির রিত্তিক এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চাল গুলো আমদানি করেছে।

চাল আমদানীর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। 

আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক ললিত কেসরা জানান, সরকার দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় এরপর আমরা খাদ্য মন্ত্রণালয়ে চাল আমদানির জন্য আবেদন করি। গেলো ১৭ই আগষ্ট আমরা চাল আমদানির অনুমতি পাবার পর ভারতে থেকে চাল আমদানি জন্য প্রস্তুতি নেই, তবে সেখানে চালের দাম কিছুটা বাড়ায় চাল আমদানি করতে একটু সমস্যায় পড়তে হয়। আজকে ভারত থেকে আমাদের একটি চাল বোঝাই ট্রাক এসেছে। যদি দাম ভালো পাই তাহলে বেশি বেশি আমদানি করবো।

হিলি কাস্টমসের উপ-কমিশনার  কামরুল ইসলাম  জানান, আমদানিকারকরা ২৫ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। শুল্কায়ন করা মাত্রই আমরা চাল গুলো খালাসের অনুমতি দিয়ে দিচ্ছি। প্রথমদিন একটি ট্রাকে ২৮ মেট্টিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ