ঢাকা শনিবার, মে ১১, ২০২৪
অতি-দরিদ্র পরিবারে বকনা বাছুর বিতরণ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-২৪ ০৭:২২:৪১

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে অতি-দরিদ্র পরিবারের পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ  করা হয়েছে । 

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে  দিনাজপুর বড় মাঠ থেকে বকনা বাছুর বিতারন করা হয় । 
 
বকনা বাছুর বিতরনী অনুষ্ঠানে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক আকবর তৃষা, দিনাজপুরে এপি ওয়াল ভিশন বাংলাদেশ এর ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল কুমার দে, টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন, প্রোগ্রাম অফিসার  যোহন মুর্মু, ভিডিসি সদস্য মোঃ আকরাম হোসেন প্রমুখ ।

সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই সংগঠনটি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এজন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। এই উদ্যোগের আওতায় যে সকল অতি-দরিদ্র পরিবার রয়েছেন সেই পরিবারের অনেকটা আর্থিক চাহিদা পূরণ হবে বলে আমি আশাবাদী। সংগঠনের পক্ষ থেকে যে উপকারভোগীদের মাঝে সহযোগিতা প্রদান করা হচ্ছে সেই উপকারভোগীরা তাদের বকনা বাছুর গুলো সঠিক যত্ন নিয়ে লালন পালন করে একটি বকনা বাছুর হতে বংশবৃদ্ধির করার জন্য মানসিকতা তৈরি করতে হবে এবং একটি থেকে একাধিক গরু তৈরীর মাধ্যমে নিজ পরিবারের কিছুটা আর্থিক চাহিদা পূরণ হবে।

উল্লেখ্য যে উক্ত বকনা বাছুর বিতরণ কার্যক্রম দিনাজপুর সদর উপজেলার ১৭ টি অতি-দরিদ্র পরিবারের মাঝে মোট ১৭টি গরু বিতরণ করা হয়। প্রতিটি গরুর মূল্য ২৭ হাজার টাকা। এছাড়াও চলতি অর্থ বছরে এপ্রিল মাসে সদর এলাকায় মোট ২১০ টি পরিবারের একই মূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ