ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
চাচাকে অপহরণের দায়ে ভাতিজা গ্রেপ্তার
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২১-০৮-২৩ ০৬:০৫:২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের আপন চাচাকে অপহরণের দায়ে মো.হাছান মাহমুদ(২৬)নামে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মো.দুলাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১আগষ্ট শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ভাতুরিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার মিয়ার ছেলে আলাল মিয়া(৫০) অপহরণ হয়। নবীনগর থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পূর্ব ভাটারা এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার সহ মূল অপহরণকারী তার আপন ভাতিজা মো. হাছান মাহমুদ কে গ্রেপ্তার করে। 

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান, অপহরনের বিষয়ে ভিকটিমের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮) বাদী হয়ে নবীনগর থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করে রবিবার ২২ আগষ্ট রবিবার অপহরণকারিকে আটক করে ওইদিন দুপুরেই আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা