ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • নিজস্ব প্রতিবেদক (গাজীপুর):
  • ২০২১-০৮-২১ ০৬:২৮:২৭

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাভোকেট আজমতউল্লাহ খান। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাংবাদিক মাসুদ রানা, আবুল হাসান, পলাশ চন্দ্র মল্লিক, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম আজহার, প্রতাপ কুমার গোপ প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি মোঃ ওসমান আলী ও সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আজমতউল্লাহ খান ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত কুশিলবদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা