ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বেইলি ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে
  • রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-২১ ০৫:৪৫:৪৬

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বেইলি ব্রীজ ভেঙ্গে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক খালে পড়ে দুই জন আহত হয়েছে। আহতরা হলেন, চালক জামাল হোসেন (৪০),সহকারী বাসুদেব (৪২)। শনিবার ভোর রাতে উপজেলার পোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা টোলরোড থেকে কাউখালী উপজেলায় টেকনিক্যাল কলেজের ভবন নির্মানের জন্য অতিরিক্ত পাথর বোঝাই (আনুমানিক ৩৫টন) নিয়ে দশ চাকার ট্রাকটি পোয়াপাড়া বেইলি ব্রিজে উঠে। এরপর বিজ্রের অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙ্গে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলা থেকে নাইল্যাছড়ি সড়কে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মার্মা জানান, ৮২’র দশকের শেষের দিকে নির্মিত হয় বেইলি ব্রীজটি। এর ধারণ ক্ষমতা ছিল ৫ থেকে ৭ টন ওজনের। এরমধ্যে ৩৫ টন ওজনের ১০ চাকার একটি পাথর বোঝাই ট্রাক ব্রীজে উঠলে ভেঙ্গে পড়ে ব্রীজটি। তিনি আরো জানান, ব্রীজটি অনেক আগে থেকে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। ইতিপূর্বে ২০০৪ সালে একটি গাছ বোঝাই ট্রাকসহ ভেঙে পড়লে নতুন করে পুনরায় সংস্কার করা হয়।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন জানান, ৩৫ টন ওজনের একটি পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রীজটি ভেঙ্গে পড়ে। ইতিমধ্যে যান চলাচলের জন্য ব্রীজের সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তিনি আরো জানান, ব্রীজের ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি করা হবে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ