ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২১-০৮-২১ ০৫:১০:৩৩

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ছয়তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কট্রোল রুম থেকে আরটিভি নিউজকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের সূত্রপাতের পরই ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম।

কীভাবে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা