ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
একুশ ও ১৫ই আগস্ট একই সূত্র গাঁথা, বস্ত্র ও পাট মন্ত্রী
  • রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • ২০২১-০৮-২১ ০৫:০৪:৪৭

একুশ ও ১৫ ই আগস্ট একই সূত্রে গাঁথা বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মুড়াপাড়া বিশ্বিবদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে শনিবার দুপুরে মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে ২১ শে আগস্ট ঐতিহাসিক বোমা (গ্রেনেড) হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় মন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের নিশ্চিন্ন করার প্রচেষ্টা ছিল। তবে আল্লাহর রহমতে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায়  প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংঘঠিত করে সরকার গঠন করেন। পরবর্তীতে দক্ষতার সঙ্গে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে অগ্রগতির পথে নিয়ে যান দেশরত্ন শেখ হসিনা। এরই মধ্যে ৭১ এর  ঘাতকরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। ওই ধারাবাহিকতায়  ২১ শে আগস্ট গুলিস্তানের আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ওই চক্রটিই শেখ  হাসিনাসহ উপস্থিত সকল আওয়ামী লীগ নেতাদের হত্যার প্রচেষ্টা চালায়।  তাদের উদ্দেশ্য ছিল ৭৫ এর আগস্টের মতোই  ২১ শে আগস্ট বোমা হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা। তাই ১৫ ই আগস্ট ও ২১ শে আগস্ট এক সূত্রেই গাঁথা।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমসহ উপজেলা আওয়ামী লীগ, যুললীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা