দিনাজপুর পার্বতীপুরে একটি নাইম এমএম পিস্তুল, একটি শুটারগান (এলজি), এক রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী সাজিব রানা(২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন। আটক সজিব রানা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে ।
পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আসাদুজ্জামান নির্দেশে পার্বতীপুর থানার একাধিক পুলিশ পরিদর্শকের অভিযানে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোটচন্দ্রপুর আমবাড়ী পুরাতন গরুর হাট সংলগ্ন সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের লিচু বাগানের সামনে থেকে মোটর সাইকেলে থাকা শপিং ব্যাগ তল্লাসী করিয়া কাগজের কাটুনে মুরানো একটি নাইম এমএম পিস্তুল, একটি শুটারগান (এলজি), এক রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন। অস্ত্র আইনে মামলা দায়ের করার হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) মোমিনুল ইসলাম মোমিন, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান, পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর প্রমুখ।