ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে ধর্ষক আটক
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-১৮ ০৮:০৮:৫৪

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জিতেন রায় (৩৮) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। 

আজ বুধবার দুপুরে ধর্ষিতা ঐ তরুণীর মা বাদী হয়ে  থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই ঐ ধর্ষক আটক হয়। 

ঘটনাটি ঘটেছে ধর্ষণের শিকার ঐ তরুনীর নিজ বাড়ি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের অর্জুনপাড়ায় গত ১৪ আগস্ট (শনিবার) বিকেল ৫টায়। 

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষক জিতেন রায় ঐ তরুণীকে বাড়িতে একা পেয়ে প্রায়ই নানা কুপ্রস্তাব দেয় এমতাবস্থায় বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গোপনে বেশ কয়েকবার ধর্ষণ করে। উক্ত ধর্ষণের বিষয়ে বাক ও বুদ্ধি প্রতিবন্ধীর পরিবার জানতে পেরে আসামীকে বললে আসামী ওদের প্রতি ক্ষিপ্ত হয়ে ঐ তরুণী এবং তরুনীর মা'কে হত্যার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট বিকেল ৫টায় তার মায়ের অনুপস্থিতিতে একাকী পেয়ে জোর পূর্বক শয়নকক্ষে ধর্ষণ করে। উক্ত অবস্থায় তার মা বাড়িতে আসলে ধর্ষক সেটি টের পেয়ে কৌশলে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঐ তরুণীর বলেন, আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ জঘন্যতম অপরাধ। এটির উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। 

খানসামার থানার ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ভিকটিমকে ফরেন্সিক রির্পোটের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা