ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ট্রাকের চাকায় স্কুল ছাত্রের মৃত্যু
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-১৭ ০৮:২৫:০১

দিনাজপুর চিরিরবন্দরে  ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায়  বাই সাইকেল আরোহী রায়হান হোসেন বাবু (১৩) নামে কিশোর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে । 

আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের গার্মেন্টস বাজারের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে । 

নিহত স্কুল ছাত্র উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা  জানান, দিনাজপুর থেকে পার্বতীপুর গামী একটি খালি ট্রাক গার্মেন্টস বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে বাই সাইকেলযোগে আসা রায়হান হোসেন বাবু (১৩) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা