ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
গৃহপরিচালিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-১৭ ০৬:৪৪:১২

দিনাজপুরে ক্যাথিড্রাল প্যারিস হাউসে এর হল রুমে এভারগ্রীন হাউসকিপার্স ট্রেনিং সেন্টার লিঃ এর উদ্যোগে গৃহপরিচালিকা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষন কর্মসুচির আয়োজন করা হয় । 

কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজার পারভীন খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাথিড্রাল প্যারিস হাউসের পিটার রতন এবং এভারগ্রীন হাউসকিপার্স ট্রেনিং সেন্টার লিঃ এর কর্মকর্তাবৃন্দ।

উক্ত প্রতিষ্ঠানটি নীলফামারী জেলার কুখাপাড়া (হাড়োয়া) এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ২ জুন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ৪০ জন গৃহকর্মী হংকংয়ে গৃহকর্মী কাজে যোগদান করেছে তাদের মধ্যে দিনাজপুর শহরের কসবা এলাকার ৩ জন বিরামপুর উপজেলার ২ জন সহ অন্যান্য জেলা শহরের রয়েছে।

সংগঠনের ম্যানেজার তার বক্তব্য বলেন, আমাদের সংগঠনে ৫ হাজার টাকা জামানত দিয়ে মেডিকেল করে প্রশিক্ষণের কেন্দ্রে থাকা খাওয়া বাবদ প্রতি মাসে ৫ হাজার টাকা এবং তিন মাসের মোট ২০ হাজার টাকা প্রদান করে তাদের দক্ষ গৃহকর্মী তৈরির মাধ্যমে হংকংয়ে চাকুরীর নিশ্চয়তা প্রদান করে তাদের হংকংয়ে পাঠানোর ব্যবস্থা প্রদান করা হয়।

হংকংয়ে গৃহপরিচালিকা কাজের জন্য প্রতিমাসে চুক্তি অনুসারে ৫০ হাজার টাকা বেতন চুক্তি করে হংকংয়ে গৃহপরিচারিকার কাজ এ সংযুক্ত করা হয়। তিনি তার বক্তব্যে আরও বলেন হংকং এ কাজ করার আগ্রহ থাকতে হবে ২০ থেকে ৩৮ বছর বয়সের যে কোন নারীর শিক্ষগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণি থেকে তদুর্ধ। হংকংয়ে নিয়োগকর্তার ঘরের কাজ গুলোর মধ্যে রয়েছে শিশুর যত্ন অথবা বয়স্কদের যত্ন নেয়া। নিয়োগকর্তার ঘরে কাজে যোগদানের পর থেকে গৃহপরিচালিকা বিনামূল্যে খাদ্য বিনামূল্যে বাসস্থানের সুবিধা পাবে শ্রমবিভাগ সুবিধা পাবে যা হংকং আইন দ্বারা সুরক্ষিত হংকং এর সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি ও অন্যান্য ছুটি ভোগ করতে পারবে।

উল্লেখ্য যে, এই প্রশিক্ষণ বিষয়ক কর্মশালাটি শুরুর পূর্বে সরকারি স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে প্রশিক্ষানার্থীদের মাঝে মাক্স বিতরণ, সকলকে জীবানুনাশক স্প্রে করা এবং সকলের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা হয়েছে।

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা