ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বিজিবির ত্রাণ বিতরণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২১-০৮-১৫ ০৩:৪৭:৪৮

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও ৫০ বিজিবি  ব্যাটালিয়ন এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী হরিপুর, কাঠালডাংগী, বেউরঝাড়ী, পারিয়া এবং বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর এর  পরিচালক, লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি।  এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির  কোম্পানী, বিওপি কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গণ । 

লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম বলেন করোনা ভাইরাসসহ সীমান্তবর্তী জনসাধারণের সকল সংকটময় মুহুর্তে বিজিবি এভাবেই সীমান্তবর্তী মানুষের পাশে থাকবে।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও  ৫০ বিজিবি কোরআন খতম, বিশেষ মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্য চিত্রের ভিডিও সৈনিকদের মাঝে দেখানোসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।

উল্ল্যেখ্য, এ সময় গরীব দুঃস্থদের মাঝে ৭৫০ কেজি চাউল, ডাল ১৫০ কেজি, চিনি ১৫০ কেজি, তৈল ১৫০ কেজি, লবণ ১৫০ প্যাকেট, আলু ৩০০ কেজি এবং সাবান ১৫০টি ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা