দিনাজপুর সদরে রড বোঝাই ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম মিন্টু চৌধুরী (৪৮) নামের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদরের কিষান বাজারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মিন্টু চৌধুরী চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের হাজীপাড়া এলাকার মৃত মান্নান চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানায়, মিন্টু চৌধুরী তার মোটর সাইকেল যোগে বিশেষ কাজে দিনাজপুর সদরে যাওয়ায় পথে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যাওয়া প্রবাসির লাশ অনেক ক্ষন রাস্তায় পড়ে থাকার যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনা স্থলে আসার পর পরে থাকা লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। মিন্টু চৌধুরী করোনার কারনে ৯ মাস আগে কুয়েত থেকে বাড়িতে আসে।
দিনাজপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান আসাদ সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করার যান চলাচল স্বাভাবিক হয়। হবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।