জাতীয় শোক দিবস ও সামাজিক বনায়ন কর্মসূচি উপলক্ষে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা থেকে জেলা পুলিশ লাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)ও পুনাকের প্রধান উপদেষ্টা ড.বেনজীর আহমেদ বিপি এম (বার)। পরে জেলা পুলিশ লাইনে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ও পুনাকের মুন্সীগঞ্জ জেলা সভাপতি নুসরাত লায়লা,
মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, আদিবুল ইসলাম, পুনাকের সহ-সভাপতি অনুরাধা সমদ্দারসহ জেলা পুলিশ ও পুনাকের উর্ধতন কর্মকতাগণ।