ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মাদক ব্যবসার আধিপত্যে কুপিয়ে জখম
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২১-০৮-১০ ২৩:৩৮:২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পুর্ব বিরোধের জের ধরে মাদক কারবারিদের এক পক্ষ আরেক মাদক কারবারিকে প্রকাশ্যে দিবালোকে এলোপাতারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাদক কারবারিসহ এলাকার নিরীহ মানুষের ১০ থেকে ১২টি বাড়িঘরে হামলা ও ভাংচুর চালিয়ে লুটপাটেরও অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও খল্লাবাড়িরটেক এলাকায় ঘটে এ ঘটনা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে,  বড়ালু পাড়াগাঁও এলাকার সুলতান মিয়া ফেনসিডিল ব্যবসায়ী। একই এলাকার নাজমুল মিয়াও ফেনসিডিল ব্যবসায়ী। আর এ ফেনসিডিল ব্যবসার আধিপত্য নিয়ে গত প্রায় ৫ মাস আগে সুলতান মিয়ার সঙ্গে নাজমুল মিয়ার মারপিটের ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরেই গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাজমুল মিয়াসহ তার সহযোগী লিটন, শাহিন, আহাম্মদ, মোহাম্মদসহ ১০/১২ জনের একদল মাদককারবারি ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সুলতান মিয়াকে প্রকাশ্যে দিবালোকে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত সুলতান মিয়ার লোকজনও নাজমুলসহ তার লোকজনকে পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সুলতানকে মুমুর্ষ অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সুলতান মিয়া বড়ালু পাড়াগাঁও এলাকার সোলমান মিয়ার ছেলে। এদিকে, নাজমুলসহ তার লোকজন ফের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে আরো লোকজন নিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াসহ ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বড়ালু পাড়াগাঁও এলাকার ইউপি সদস্য আব্দুল হাই, আহত সুলতান, মামুনসহ কয়েকজন নিরীহ মানুষের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালায়। এছাড়া ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। পরে বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে ৬টি অটোরিকশাও লুট করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করে পুলিশ। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা