দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
- পলাশ চাকমা, রাঙামাটি
-
২০২১-০৮-০৮ ০৯:৩২:০৫
- Print
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রাঙামাটি পৌরসভা এলাকার ১৬ জন নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে ২ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়।
রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আরো ৫৪ জন নারীকে সেলাই মেশিনসহ নারী উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।
এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে ও এতিমখানাতে দেওয়া হচ্ছে বিশেষ খাবার।