ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ধানক্ষেতে আদিবাসী বৃদ্ধের লাশ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-০৮ ০৭:৪২:১০

দিনাজপুর হিলিতে ধানক্ষেত থেকে কার্তিক কিসকু (৪৫) নামের এক আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে উপজেলার বৈগ্রাম রাস্তা থেকে ২শ গজ দক্ষিণে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কার্তিক কিসকু উপজেলার চন্ডিপুর আদিবাসী পাড়া এলাকার মৃত নগেন কিসকুর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, উপজেলার বৈগ্রাম রাস্তার পাশে ধানক্ষেতে একটি লাশ পরে আছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা