ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
টিকা সংকট, হতাশা নিয়ে ফিরছে মানুষ
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২১-০৮-০৮ ০৬:৫২:৩১

ফরিদপুরে হঠাৎ করে করোনার টিকা সংকট দেখা দিয়েছে। ফলে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থেকে টিকা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন টিকা গ্রহিতারা। 

টিকা নিতে আসা লোকজন জানান, রেজিষ্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে জেলার সদর হাসপাতালে যান। এসময় তারা দীর্ঘ লাইনে দাড়িয়েও টিকা পাননি। এ নিয়ে চরম ক্ষুব্দ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। তাদের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন এসএমএস দিয়ে আসতে বলা হলো। এসময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যায়। 

রবিবার সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হলে তা অল্প কিছুক্ষনের মধ্যেই শেষ হয়ে যায়। হাসপাতালে টিকা দেবার দায়িত্বে থাকা নার্সরা জানান, টিকা সংকটের কারনে তারা বেশীর ভাগ লোকজনকে টিকা দিতে পারছেন না।

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গনটিকা কার্যক্রমের কারনে তাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় অনেককেই টিকা দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া ফরিদপুরে যেখানে করোনার টিকা সংরক্ষন করে রাখা হয় সেখানে ৬০ হাজার ডোজের বেশি সংরক্ষন করা সম্ভব না। আর গতকাল গনটিকা প্রদানে ৪৮ হাজারেরও বেশি টিকা প্রদানের ফলে আজ টিকা শংকট দেখা দিয়েছে। তবে ঢাকায় টিকার চাহিদা পত্র পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা