ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
আশ্রয়ন প্রকল্পে টিকাদান কর্মসূচীর শুরু
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২১-০৮-০৭ ০৯:১৮:৩৬
সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সুবিধা ভোগীদের টিকাদানের মধ্যে দিয়ে কর্মসূচী শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ, জিনারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা সহ স্বাস্থ্য কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। উপজেলার ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায়, মোট ৫ টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ৩ টি করে মোট ১৫ টি বুথ। প্রতিটি বুথে ২০০ করে মোট ৩ হাজার ২৫ বছর বা তার বেশি বয়সী লোকজনকে মহামারী করোনা ভাইরাসের এই টিকা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ জানান, প্রতিটি টিকা কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টিকা নিতে জাতীয় পরিচয় পত্রের সাথে সচল ফোন সঙ্গে আনতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়াও টিকা কেন্দ্রে এনআইডি কার্ড নিয়ে আসলে টিকা দেওয়া হবে। এছাড়াও ঘোড়াশাল পৌরসভায় টিকা কার্ক্রম চালু করা হয়েছে আজ দুপুরে ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক শরীফ এর নেতৃত্ব ঘোড়াশাল পৌরসভার অটিড রোমে ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগনকে টিকা দেওয়া হয় এ টিকা কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নাঈম মুহাম্মদ মারুফ খান, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, সিনিয়র কমিশনার শ্যামল চন্দ্র বসাক।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ