ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগে মা আটক
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-০৭ ০৮:০১:১২

দিনাজপুর হিলিতে মনিষা খাতুন (৯) নামের নিজের মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রোজিনা খাতুন (২৭) নামের এক মাকে গ্রেফতার করেছে পুলিশ । মেয়ে হত্যার বিচার দাবি করেছে বাবা-বোনসহ স্থানীয়রা।

আজ শনিবার দুপুরে অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার হাকিমপুর উপজেলার বৈগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দিনাজপুর  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

নিহত মনিষার বাবা বলেন, আমার মেয়ে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কারনে তার মা শুক্রবার সকালের দিকে বাড়ির সামনে বেধম মারধর করে এক পর্যায়ে মেয়ে গুরুতর আহত হলে সে নিজেকে বাঁচানোর জন্য মেয়েকে গলায় রশি দিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মনিষাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থা খারাপ হলে ডাক্তার দিনাজপুর নিয়ে যেতে বলে সেখানে চিকিৎসা অবস্থায় আমার মেয়ে মারা যায়। আমি আমার স্ত্রীর ফাঁসি চাই।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, মেয়েকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে রোজিনা খাতুন নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে । 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা