দিনাজপুর, সেতাবগঞ্জ, ফুলবাড়ী, পাবতীপুর ও বিরামপুর পৌর এলাকাসহ জেলার ১শত ৩টি ইউনিয়নে সারা দেশের ন্যায় গনটিকা ক্যাম্পাইন সকাল থেকে বিকাল পর্যন্ত গনটিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ৯ টা থেকে একযোগে এই গনটিকা কার্যক্রম শুরু হয়েছে । প্রতিটি গনটিকা কেন্দ্রে ছিল উপছে পড়া ভির। গ্রাম পর্যায়েরও সাধারন মানুষের মধ্যে টিকা গ্রহনের আগ্রহ ছিল অনেক বেশি। দিনাজপুর জেলার ৫ পৌর এলাকার ৪৮ টি কেন্দ্রে তিনটি করে বুথের মাধ্যমে ৯ হাজার ৬শত ভোজ টিকার প্রদান করা হয়েছে । এছাড়াও জেলার ১০৩টি ইউনিয়নের তিনটি করে কেন্দ্রের মাধ্যমে ৬ শত ভোজ করে টিকা প্রদান করা হয়েছে। সকাল থেকে টিকা গ্রহনকারীরা জাতীয় পরিচয়পত্র আইডি কার্ড হাতে নিয়ে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। প্রতিকেন্দ্রেই ছিল টিকা গ্রহনকারীদের উপছে পড়া ভীর।
কয়েক জন টিকা গ্রহনকারীদের অভিযোগ করে বলেন, দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে বাড়ীতে ফেরত আসতে হয়েছে। কারন হিসাবে উল্লেখ করেন জাতীয় পরিচয় পত্রে ২৫ বছর পার হলেও টিকা পরেরডোজে দেওয়া হবে বলে বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আব্দুল জব্বার (৪৫) অভিযোগ করে বলেন, আমার লাইন টিকা প্রদানকারীর টেবিলের কাছে আসার সাথে সাথেই টিকা আজ আর দেওয়া হবেনা বলে টিকা প্রদানকারী এক নার্স বলে যে টিকা শেষ হয়ে গেছে।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস বলেন, সারা দেশের ন্যায় দিনাজপরের ৫টি পৌর সভায় ৯ হাজার ৬শত ডোজ ও ১০৩টি ইউনিয়নে ৬১ হাজার ৮শত ডোজ টিকা পাঠানো হয়েছে । দিন শেষে দেখা গেছে শহর আর গ্রাম পর্যায়ে প্রতিটি মানুষ এখন টিকা গ্রহনের আগ্রহ বেড়েছে। তাই প্রতিটি কেন্দ্রে যে ২ শত ডোজ টিকা দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্ল।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, দিনাজপুর পৌর এলাকার টিকা প্রদান কেন্দ্রে দেখা গেছে প্রতিটি কেন্দ্রে মানুষ করোনা টিকা গ্রহনের আগ্র অনেক বেড়েছে। দীর্ঘ লাইন ধরে মানুষ টিকা গ্রহনের জন্য নারী পুরুষদের আপেক্ষা করতে দেখা গেছে।