ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ফরিদপুরে আট জনের মৃত্যু
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-০৭ ০১:৫০:৫৪

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকী ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের। শনাক্তের হার ৪৮.৯৭%।

হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ৩১৩ জন রোগি ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৬জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬জন করোনা রোগি।

জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে. এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৯১৭জন। আর সুস্থ্য হয়েছে ১৪ হাজার ২৪৭ জন।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ