দিনাজপুর খানসামায় ৫০ বিঘা জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
আজ বৃহস্পতিবার (৫আগস্ট) সকালে সরেজমিনে পরিদর্শন করে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন ইউএনও মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ঐ এলাকার চাষারী।
জানা যায়, দীর্ঘ ৩ বছর থেকে জলাবদ্ধতার ফলে প্রায় ৫০ বিঘা আবাদী জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এরপরেই ইউএনও এবং ইউনিয়ন পরিষদ বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করেন।
ইউএনও মাহবুবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঐ এলাকার কৃষক নাসির উদ্দিন বলেন কালভার্ট বন্ধ করে দিয়ে বাড়ি নির্মাণ করে। তখন থেকেই জলাবদ্ধতার কারণে ৩ ফসলি জমিতে বছরে এক বার আবাদ করতে হচ্ছে। পরে এটি নিয়ে সংবাদ প্রকাশ হলে ইউএনও স্যার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। এতে আশা করি চলতি মৌসুমে ধান চাষাবাদ করতে পারব।
ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিনের বিরাট একটা সমস্যার সমাধান হয়েছে। স্থানীয় কৃষকরা ফসল উৎপাদন করে পুনরায় নিজেদের পাশাপাশি এলাকার চাহিদাও পূরণ করবে।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিকাজের ওপর বেশ জোর দিয়েছেন। কৃষিকাজে কৃষকের একখণ্ড জমিও যাতে অনাবাদি না থাকে সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে আমি দ্রুত স্থানীয় ইউনিয়ন পরিষদসহ সমাধান করার চেষ্টা করেছি। আশা করি এ বছর থেকেই ধান চাষ করে কৃষকরা লাভবান হতে পারবে। চাষীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানালেও আমি বিষয়টি আমার দায়বদ্ধতা মনে করি।