ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাংবাদিক কামাল লোহানী করোনায় আক্রান্ত
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৬-১৯ ০৫:২২:২১

একুশে পদকজয়ী এই প্রথিতযশা ব্যক্তিত্ব উদীচী শিল্পগোষ্ঠীরও সভাপতি ছিলেন

প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কামাল লোহানীর মেয়ে উর্মি লোহানী।

ঢাকা ট্রিবিউনকে ঊর্মি জানান, কিডনি জটিলতার কারণে ১৭ জুন তার বাবাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হসপিটালে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন কামাল লোহানী।

তিনি বলেন, “করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) সকালে পাওয়া ফলাফলে সংক্রমণের বিষয়টি জানা যায়।”

“হেলথ অ্যান্ড হোপের চিকিৎসকরা তাকে করোনাভাইরাসসহ অন্যান্য রোগের চিকিৎসা সুবিধা রয়েছে এমন একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছেন।”

ঊর্মি আরও বলেন, “আমরা বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির চেষ্টা করছি।”

উল্লেখ্য, ভাষা সৈনিক কামাল লোহানী ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগের প্রধান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক।

একুশে পদকজয়ী এই প্রথিতযশা ব্যক্তিত্ব উদীচী শিল্পগোষ্ঠীরও সভাপতি ছিলেন।

 

দিনাজপুরে নিরাপদ বিষমুক্ত বারোবাসি ড্রাগন ফল পাওয়ার  দৃষ্টান্ত স্থাপন করেছেন রতন কুমার
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে খিরার আবাদ
চিরিরবন্দরে গীষ্মকালিন পেঁয়াজের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা
সর্বশেষ সংবাদ