ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দিনাজপুরে দোকান কর্মচারীরা পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২১-০৮-০৪ ০১:১৯:৪২

ভয়াবহ করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়তা) প্রদান করা হয়েছে।

দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বুধবার সকাল ১০টায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুইদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে ২ শতাধিক দোকান কমচারী নারী-পুরুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজের বিত্তবানদের অসহায়দের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্তদের উপহার বিতরন করছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক উন্নত।  প্রধানমন্ত্রীর দুরদর্শী কর্মকান্ডের কারনে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। দেশের প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা