ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গৃহবধু নির্যাতনে স্বামী আটক
  • নরসিংদী প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-০৩ ০২:৫০:৪১

নরসিংদীর পলাশে ঘোড়াশাল বিদুৎ উন্নয়ন কেন্দ্রে গৃহবধু নির্যাতনের মালায় ১ জন গ্রেফতার অপর ২ জন পলাতক। মামলার বিবরনে ও ঘটনার জানা যায় ঘোড়াশাল বিদুৎ উন্নয়ন কেন্দ্রে আবাসিক বিল্ডং নং পলাশ ১১/২২ বাসায় সালমা আক্তার তার স্বামী, শশুড় ও শাশুড়ি দ্বারা নির্যাতনের স্বীকার হন । এব্যপারে গৃহবধু সালমা আক্তার (২২) গ্রামঃ রাজারগাঁও, উপজেলাঃ হাজীগঞ্জ, জেলঃ চাঁদপুর নিজে বাদী হয়ে মামলা করে।

গৃহবধু সালমা আক্তার ও তার বোন জানান প্রায় চার বছর আগে আসিফ আল আজাদ ( বাবু) (২৮), পিতাঃ আল জাহেদ, মাতাঃ মজিদা বেগম, গ্রামঃ লালপুর, উপজেলাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী-এর সাথে ভালবাসার সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী বাবু ও তার পিতা ঘোড়ালাশ বিদ্যুৎ কেন্দ্র চাকুরির সুবাদে বিদ্যুৎ কেন্দ্রর কোয়ার্টারে থাকে এবং তাকে নিয়ে ঘর সংসার শুরু করে। তাদের  নয় মাসের  ১ টি ছেলে সন্তান আছে। কিন্তু  বিয়ের কিছু দিন না যেতেই নেমে আসে সংসারে অসান্তি। কারন বাবু নেশাগ্রস্ত বিধায় নেশার টাকা যোগান দিতে গিয়ে যৌতুকের টাকা দাবি করে। সন্তানের সুখের কথা চিন্তা করে সালমার বাবা-মা এ পর্যন্ত প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়। এরই মধ্যে বাবু প্রচুর পরিমাণ টাকা ঋণী হয়ে যায় বিভিন্ন সমিতি হইতে ঋণ তুলে ঋণ পরিষোধ করতে না পারায় সে বিপাকে পড়ে যায়। তাই কয় দিন পর পর গৃহবধু সালমা আক্তারকে নির্যাত করে যৌতুকের টাকার জন্য। এরই পরিপ্রেক্ষিতে গত কালকে আবারও সালমার স্বামী বাবুর সাথে ঝগড়া হয়। সালমা আক্তার যৌতুকের টাকা দিতে অস্বীকার করিলে তার স্বামী আসিফ আল আজাদ শশুর আল জাহেদ আলী শাশুড়ী মজিদা বেগম মিলে অনেক মারপিট করে নির্যাতন করে । পরে তার আত্মীয় স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাবুকে গ্রেফতার করে শশুর শাশুড়ি পালিয়ে যায়।

এঘটনা সরজমিনে তদন্ত গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং গৃহবধুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাওয়া যায় এবং বিদ্যুৎ কেন্দ্রর অনেক চাকরিজীবী ঘটনার সত্যতা স্বীকার করে বলে বিদ্যুৎ কেন্দ্রের এবং এলাকার অনেক জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তি কয়েক বার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিধায় গৃহবধু সালমা আক্তার মামলা করতে বাধ্য হয় এবং গৃহবধু সালমা আক্তার জানত না যে তার স্বামী আসিফ আল আজাদ বাবু নেশাগ্রস্ত। এব্যপারে স্বামী আসিফ আল আজাদ বাবু, শশুর আল জাহেদ আলী, শাশুড়ী মজিদা বেগম এই তিন জনের নামে নারী নর্যাতনের মামলা হলে বাবুকে পলাশ থানা পুলিশ গ্রেফতার করে  নরসিংদী আদালতে প্রেরন করে। শশুর-শাশুড়ি পলাতক রয়েছে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ