নরসিংদী শিবপুর উপজেলা ছাত্র লীগের মানবিক সাধারণ সম্পাদক ফাজায়েল ভুঁইয়ার তত্ত্বাবধানে দেশে মহামারি করোনা ভাইরাসের কারণে জাতীয় শোক দিবস উপলক্ষে ০১ আগষ্ট (রবিবার) বিকালে উপজেলার কলেজ গেইট ডায়াবেটিস হাসপাতালের সামনে ফ্রি অক্সিজেন সিলিন্ডার বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতার উদ্দিন খান নিপুন, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজন খান, কৃষিবিষয়ক সম্পাদক আকিল মৃর্ধা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা সাবেক ছাত্র লীগের আহবায়ক মোশারফ হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মোবারক হোসেন মোমেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মৃর্ধা পৌর ছাত্র লীগের সোহান মিয়া, ইরফান মিয়া প্রমুখ।
এসময় উপজেলা ছাত্র লীগের মানবিক সাধারণ সম্পাদক ফাজায়েল ভুঁইয়া তার বক্তব্য বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে অক্সিজেন সংকট থাকলেও আমরা উপজেলা ছাত্র লীগ ফ্রি অক্সিজেন বিতরণ করবো, শিবপুর উপজেলায় যেকোন সময় করোনা ভাইরাসের কারণে অক্সিজেন প্রয়োজন হলে আমাদের জানান, আমরা আপনার বাড়িতে ফ্রি অক্সিজেন পৌঁছে দিব ইনশাল্লাহ।
প্রয়োজনে ০১৮২৮-৬১৯৪৭৯, ০১৯১১-৯৪৭১১৮, ০১৯১৩-৮২৪২৭৯।
সার্বিক সহযোগিতা বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ- আ,ফ,ম - মাহবুবুল হাসান মাহাবুব।