ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৬-১৯ ০৫:২০:৫৪

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়

দেশে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুক্রবার (১৯ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ৩,২৪৩ জন শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে মারা গেছেন মোট ১,৩৮৮ জন। পাশাপাশি মোট শনাক্তের সংখ্যা ১,০৫,৫৩৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৩ জন। মোট আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%।” দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

2020/06/samsung-june-offer-dt-1170x90-1592484699042.gif

এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২,৭৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।

বাংলাদেশি টাকায় আজকের  টাকার রেট : ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের বিনিময় হার: ২৩ নভেম্বর, ২০২৪